How does Factory Reset Protection work?
When you factory reset your device, you will be prompted to enter your Google account credentials. This is so that FRP can verify that you are the owner of the device. Once verified, you will be able to continue with the reset process and access your device.If you do not have your Google account credentials, or if you have never set up a Google account on your device, you will not be able to unlock your device. In this case, you will need to contact the manufacturer of your device for support. Our FRP bypass file helps you If accidentally locked your smartphone.
Why is Factory Reset Protection important?
Factory Reset Protection helps to keep your data safe in the event that your device is stolen or reset without your permission. By requiring verification from your Google account, FRP helps to ensure that only the rightful owner of the
FRP Bypass File latest Tool all version
Open Galaxy Store
Open Google Quick Search Box
Open Setting
Open Screen Smartlock
Open Samsung My Files
Open Youtube
Open Chrome
Open Alliance Shield
Open Android Hidden Settings
Open Login Account
Open Home Launcher
[Open ADB
Open USB Setting
Open *#0*#
Open Google Maps
Open Google Assistant
Open Gmail
Open S9 Launcher
Open Samsung Touch ID
Open Samsung Secure Folder
Open Smart Switch App
Open Samsung Dialer Call
Open Mi File Manager
- Alliance Shield on Galaxy Store
- Alliance_Shield.apk || Backup file
- Notification_Bar.apk || Backup link
- Package_Disabler_Pro.apk || Backup link
- Android_5_GAM.apk || Backup File
- Android_6_GAM.apk || Backup File
- Android_8-9-10_GAM.apk || Backup File
- Google_Setting.apk || Backup File
- FRP_Bypass.apk || Backup File
- FRP_Android_7.apk || Backup File
- FRP_addROM.apk || Backup File
- Test_DPC.apk || Backup File
- QuickShortcutMaker.apk || Backup File
- Apex_Launcher.apk || Backup File
- Nova_Launcher.apk || Backup File
- Menu_Button.apk || Backup File
- ES_File_Explorer.apk || Backup File
- Setting.apk || Backup File
- Development_Settings.apk || Backup File
- HushSMS.apk || Backup File
- Phone_Clone.apk || Backup File
- File_Commander_Manager.apk || Backup File
- Smart_Switch_Mobile.apk || Backup File
Frp lock কি?
Factory Reset Protection এর short form হল FRP । অনেকে Frp lock কে google lock ও বলে । এন্ডয়েড ডিভাইস ভার্সন (ললিপপ) ৫.১ থেকে যত ওপরে ভার্সন আছে সব ডিভাইস গুলোতে Frp lock দেওয়া থাকে ।
Frp lock কি ভাবে হয়?
যখন কোন ব্যাক্তি Recovery Mode এ তার মোবাইল কে হার্ড রিসেট করেন,তখনি সেই ডিভাইস টি তে Frp lock লগে যাবে। তখন মোবাইল টিতে ব্যবহৃত পুরানো জিমেল দিয়ে আনলক করতে হয়। কারন এটা এমন একটি সিসটেম যা হার্ড রিসেট করার পর মোবাইলে এর সব ডাটা রিমুব হয়ে যায় কিন্তু জিমেল রিমুব হয় না।
এই লক টি শুধ মাএ Recovery Mode হার্ড রিসেট করা পরই দেখা যায়। কিন্তু যে কোন এন্ডয়েড ডিভাইস কে যদি মেনুয়ালি (Settings) থেকে রিসেট করা হয় তখন Frp lock হবে না। সুতরাং গ্রাহকের মোবাইল কে security প্রদান করার জন্য Frp lock দেওয়া হয়।
কারন যার মোবাইল সে Recovery Mode অথবা Settings যে ভাবেই তার ডিভাইস কে রিসেট করুক না কেন, সে তার মোবাইল কে আনলক করতে পারবে তার ব্যবহৃত জিমেল দিয়ে। আপনার মোবাইল টি হার্ড রিসেট করে অপরিচিত কোন ব্যক্তি যেন ব্যবহার করতে না পারে FRP Lock দেওয়ার প্রধান কারন ।
Frp lock হলে কি করবেন ?
এর আগে আমারা জানতে পড়েছি যে frp lock কিভাবে হয়। এখন আমার জানবো frp lock হলে কি ভাবে frp bypass করবেন। Frp bypass হল এমন একটি সিটেম যা ব্যবহার করে আপনি কম্পিউটার ছাড়াই Frp lock bypass / আনলক করতে পারবেন, বিভিন্ন ধরনের FRP bypass file বা বিভিন্ন ধরনের frp bypass apk দিয়ে । যখন কোন মোবাইল এ frp lock হয়ে যাবে তখন আপনাকে প্রথমে জানতে হবে মোবাইলটি কোন ব্র্যান্ডের এবং মডেল কি, যেমন স্যামসাং হলে হবে G532F, G532G, G532H, J530F, J530G ইত্যাদি। যদি আপনার কাছে পিসি থাকে তাহলে আপনি গুগলে মডেল অনুযায়ী সার্চ করে তার এডিবি ফাইল খুঁজবেন। এডিবি ফাইল পেয়ে গেলে তা ডাউনলোড মোডে গিয়ে ফ্লাশ করে Easily frp bypass করা যায় । এখানে মনে রাখতে হবে ADB ফাইল শুধুমাত্র স্যামসাং এর ক্ষেত্রে প্রযোজ্য। আর অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে যেমন Vivo, Oppo, Itel, Samphony, Walton, এসব অন্যান্য চায়না ব্র্যান্ডের এর জন্য তাদের মডেল অনুযায়ী মডেল এবং সিপিও দেখে বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে frp bypass করা যায়। এটা শুধুমাত্র যাদের কম্পিউটার আছে তারা এই কাজটাই করতে পারে। কম্পিউটারে frp bypass করতে অনেক দক্ষতার প্রয়োজন। কারণ এতে মোবাইল ডেডে হওয়ার সম্ভাবনা থাকে।
তাহলে কি কম্পিউটার ছাড়া Frp bypass করা যাবে না ?
পিসি ছাড়া frp bypass করা যায়, এটা অনেকটা কষ্টকর এবং সময় সাপেক্ষ তবে এটার একটা ভালো দিক হচ্ছে এটা দিয়ে মোবাইল ডেডে হবে না। বাইপাস মানে হল আপনি জিমেইল লকএ আটকে গেছেন। জিমেইল লগইন করা ছাড়া এখন আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন না। কিন্তু যেকোন উপায়ে আপনার মোবাইলে এর ব্রাউজারে ঢুকতে হবে। ব্রাউজার এ প্রবেশ করার জন্য একেক মোবাইলের সিস্টেম একেক রকম হতে পারে। কিছু কিছু মোবাইলে আপনি ওয়াইফাই অ্যাড ওয়াইফাই অ্যাড এর মাধ্যমে প্রবেশ করতে পারেন। আবার কিছু কিছু মোবাইলে ইমারজেন্সি থেকে ঢুকতে পারবেন। আবার কিছু মোবাইলে টকব্যাক ওপেন করেও ব্রাউজার এ প্রবেশ করা যায়। নিচের ছবি দেখে বুঝতে পারবেন ।
যেকোন উপায়ে ব্রাউজার প্রবেশ করে dndrom.com সাইটে যেতে হবে এবং এই সাইটের মাধ্যমে আপনি আপনার মোবাইলে অনেক অ্যাপসের মধ্যে প্রবেশ করতে পারবেন। তবে সর্বপ্রথম বাইপাস করার জন্য dndrom.com সাইট থেকে সেটিং এ ক্লিক করে আপনার মোবাইলে সেটিং অপশনে যেতে হবে এবং সেটিং থেকে এবাউট এ ক্লিক করে আপনার মোবাইলের এন্ড্রয়েড ভার্সন সম্পর্কে জেনে নিতে হবে। কারন এন্ড্রয়েড ভার্সন না জানলে আপনি Frp bypass করতে পারবেন না । যদি আপনার মোবাইল এর Android version 5.1.1 (Lollipop) হয় আর আপনি যদি Android 6.0 (Marshmallow) অথবা তার বেশি ভার্সন ইনস্টল দেন তাহলে আপনার কাজ হবে না।
কি কি অ্যাপস ইনস্টল দিতে হবে
মনে করেন আপনার মোবাইল Android 6.0 (Marshmallow) সে ক্ষেত্রে আপনি google account manager 6 apk ডাউনলোড দিবেন। এবং তার সাথে easy frp bypass apk টি ডাউনলোড দিবেন। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর প্রথমে google account manager 6 apk টি ইন্সটল দিবেন কিন্তু ওপেন করবেন না। তারপর easy frp bypass apk টি ইন্সটল দিবেন এবং ওপেন এ ক্লিক করবেন। frp bypass file অ্যাপসটি ওপেন হওয়ার পর browser sign in এ ক্লিক করবেন। এখন আপনি একটি Gmail লগ ইন করা অপশন পাবেন এখানে আপনি যেকোন Gmail লগইন করলেই আপনার লক রিমুভ হয়ে যাবে। এরপর মোবাইল রিস্টার্ট দিয়ে মোবাইল সেট আপ স্ক্রিনে চলে যাবেন এবং সেটাপ করে আপনি আপনার ব্যবহার করতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে একটি ভিডিওর মাধ্যমে দেখানো হলো কিভাবে পাস করা হয়।
যদি পারসেন্ট হিসাব করা হয় তাহলে ৯৯% মোবাইল frp bypass করা সম্ভব, তবে কিছু কিছু মোবাইল বাইপাস করা অনেক কষ্টকর। যেমন এন্ডয়েড ভার্সন ১১ এর মোবাইল গুলো frp bypass করা কিছু টা কঠিন অন্য সব এন্ডয়েড ভার্সন থেকে। সে ক্ষেত্রে তখন পিসি ব্যবহার করে frp lock রিমুভ করলে সময় অনেক কম লাগে। frp bypass করার জন্য যে ২টি Application সব থেকে বেশি ব্যবহার কার হয় তার নাম হল google account manager এবং Frp bypass apk।
সাথে আরো কিছু Application ব্যবহার করা হয় সবগুলা Application পেজের উপরে এ দেওয়া আছে।